বাউফলে উপজেলা পরিষদের সীমানা প্রাচীর ঝুঁকিপূর্ণ আতঙ্কে এলকাবাসী

বাউফলে উপজেলা পরিষদের সীমানা প্রাচীর ঝুঁকিপূর্ণ  আতঙ্কে এলকাবাসী

মোঃ দেলোয়ার হোসেন,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ চত্বরের পূর্ব পাশের্^র ভিআইপি সড়ক এলাকায় পুরাতন সীমানা প্রাচীরটির প্রায় ২০০ ফুট সস্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছে । সীমানা প্রাচীরটি ভেঙ্গে যাওয়ায় ভিআইপি সড়কের অধিকাংশ জায়গায় ফাটল দেখা দিয়েছে । আশঙ্কা করা হচ্ছে সীমানার প্রাচীর ও সড়কটি যে কোন মুহুতে ধ্বসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে । সড়কটি দিয়ে উপজেলার ভিবিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,কর্মচারি,দুইটি এনজিও অফিসের লোক,ভিআই সড়কের প্রায় ১০০ পরিবার, শিক্ষার্থীরা, নাজিরপুর ইউপির কিছু অংশ থেকে দৈনিক ১হাজার জনসাধরন চলাচল করে থাকে । এলাকাবাসি ফেরদৌস ভুটু বলেন,সীমানা প্রাচীরটি অনেক পুরাতন হওয়ায় ভেঙ্গে গেছে ফলে ভিআইপি সড়কের অধিকাংশ জায়গায় ফাটল দেখা দিয়েছে । যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে । ঝুঁকি পূর্ণ সড়কটি দিয়ে মালবাহি ট্রলি,টমটম চলাচল করে । এতেও সড়কের অনেক ক্ষতি হয় । সীমানা প্রাচীরটি ঝুঁকি পূর্ণ হওয়ায় আমরা এলাকাবাসি সবসময় আতঙ্কের মধ্যে থাকি । সড়কটি রক্ষার জন্য এলাকাবাসির পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেও কোন প্রতিকার পাননি । এলাকাবাসির দাবি উপজেলা প্রশাসন যাতে জরুরী ভিত্তিতে ট্রলি,টমটম চলাচল বন্ধ করে দিয়ে সড়কটির রক্ষার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন । বাউফল উপজেলা র্নিবাহী অফিসার আল আমিন বলেন,ট্রলি ও টমটম মালিকদের ফাটলকৃত রাস্তাটি দুইদিনের মধ্যে মেরামত করে দেওয়ার জন্য বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মেরামত করে না দেওয়া হয় তা হলে মালবাহি ট্রলি,টমটম চলাচল বন্ধ করে দেওয়া হবে ।